আপনার লোকেশন যদি কাউকে না জানাতে চান, তাহলে আপনাকে ফেইস বুক ব্যাবহার ছেড়ে দিতে হবে...
ফেসবুকের নতুন শর্তাবলী অধ্যয়ন
করে ইন্টারনেট ও আইন
বিশেষজ্ঞরা বলছেন, এর লক্ষ্য
হচ্ছে সুনির্দিষ্ট বিজ্ঞাপনের
মাত্রা বাড়ানো। ফেসবুককে সক্রিয়
থাকতে বিজ্ঞাপনের মাধ্যমে আয়
করতে হয়। এখন ফেসবুক গুগলের
সঙ্গেও কাজ করছে। উভয়ই
স্থানীয়ভাবে বিজ্ঞাপন
ব্যবস্থাকে আরও কার্যকর
করতে উদ্যোগ নিয়েছে। এতে উভয়ই
গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে।
বিগত বছরে ফেসবুকে নতুন ফিচার
এবং কন্ট্রোল সিস্টেম আনা হয়েছিল।
ফেসবুকের প্রধান গ্লোবাল
প্রাইভেসি অফিসার এরিন এগান
বলেন, হালনাগাদের
ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও
ভালো হবে এবং ব্যবহারকারীর তথ্য
সংরক্ষণের
ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
নতুন নীতিমালার
‘প্রাইভেসি বেসিকস’ পাতায়
কীভাবে ফেসবুক
ব্যবহারকারী নিজের তথ্য নিয়ন্ত্রণ
করতে পারে সে বিষয়ে বলা হয়েছে।
নতুন নীতিমালায় ফেসবুক
ব্যবহারকারীদের অবস্থান চিহ্নিত
করে স্থানীয় বিজ্ঞাপনগুলো ফেসবুক
ওয়ালে প্রদর্শন করা হবে।
এতে করে ফেসবুকে বিজ্ঞাপন দাতার
সংখ্যা বাড়বে।
নতুন নীতিমালা অনুসারে ফেসবুক
ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত
করতে পারবে। নতুন নীতিমালার
‘লোকেশন
ডাটা পলিসি’তে বলা হয়েছে ওয়াইফাই,
জিপিএস এবং ব্লু টুথ ডাটা ব্যবহার
করার সময় ফেসবুক ব্যবহারকারীর
অবস্থান চিহ্নিত করতে পারবে।
নতুন নীতিমালা অনুসারে ফেসবুক
ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত
করতে পারবে এবং লগইন অবস্থায়
কেউ যেসব সাইট ভিজিট করবে তার
সব তথ্য ফেসবুকের কাছে জমা থাকবে
ফেসবুকে স্ট্যাটাস, ছবি, ভিডিও যা-
ই শেয়ার করা হোক না কেন তার
প্রাইভেসি আপনি ঠিক
করে দিতে পারেন। কারা আপনার
শেয়ার
করা বিষয়গুলো দেখতে পারবে।
কিন্তু ফেসবুক জিপিএস ব্যবহার
করে স্মার্টফোনের মাধ্যমে আপনার
অবস্থান সব সময়
জানতে পারবে এবং আপনার অবস্থান
অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে।
এটা বন্ধ করার কিন্তু কোনও উপায়
নাই। যদি আপনি নিজের অবস্থান
প্রকাশ করতে না চান
তাহলে আপনাকে ফেসবুক ব্যবহার বন্ধ
করতে হবে। অথবা স্মার্টফোন
থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল
করে ফেলতে হবে এবং শুধু ডেস্কটপ
বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার
করতে হবে।
নতুন এই নীতিমালা অনুসারে আপনার
স্মার্টফোনের অবস্থান,
ব্যাটারি এবং সিগনালের ক্ষমতাও
জানতে পারবে ফেসবুক।
ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে,
মানুষের তথ্যের
নিরাপত্তা এবং গোপনীয়তার
নিশ্চয়তা দেওয়াই আমাদের মূল কাজ।
আমরা মনে করি এ
ঘোষণা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এছাড়া লগইন অবস্থায় কেউ যেসব
সাইট ভিজিট করবে তার সব তথ্য
ফেসবুকের কাছে জমা থাকবে।
এ বিষয়ে ফেসবুক বলছে, ‘শুধু কার্যকর
সেবা দিতে যেমন, আপনার জিপিএস
অবস্থান নির্ণয় করে সংশ্লিষ্ট
নোটিফিকেশন দিতে আমরা এসব তথ্য
ব্যবহার করব।’
এদিকে, ফেসবুকের বিজ্ঞাপনেও
আসছে আমূল পরিবর্তন। গার্ডিয়ানের
একটি প্রতিবেদনে বলা হয়েছে,
ফেসবুক ভিডিও বিজ্ঞাপন চালু
করতে যাচ্ছে। ফেসবুক ডেভলপারদের
একটি ব্লগ পোস্টের
উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিউজ
ফিডে ভিডিও
বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবেই
চালু হবে ফেসবুকে লগইন করার
সঙ্গে সঙ্গেই।
Ibna.Ibadat
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
ফেইস বুক থেকে বিদায় নেবেন নাকি থাকবেন
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪
ফেইসবুক পরিবর্তন হয়ে আসছে নতুন বছরে
bd24live.com
ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০১৪, ১৪ পৌষ
১৪২১
প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত
নতুন বছরের প্রথম দিন থেকেই কার্যকর
হবে ফেসবুকের নতুন নিয়ম
২০১৪ ডিসেম্বর ২৮ ১৭:০০:৫৩
ফেসবুক প্রেমীদের মনে বা মাথায়
অাছে বিষয়টি? এরই মধ্যে ফেসবুক
ব্যবহারকারীরা 'ফেসবুক ব্যবহারের নতুন
শর্ত' নোটিফিকেশন বক্সে নোটিশ
হিসেবে পেয়েছেন। পড়েছেন কী?
ওই নোটিশে নতুন শর্তগুলোর লিংক
দেওয়া আছে। ফেসবুক থাকতে হলে এসব শর্ত
মানতেই হবে। ফেসবুকের নতুন
শর্তগুলো লিপিবদ্ধ হয়েছে ১৫০ পৃষ্ঠায়।
কী আছে নুতন শর্তাবলীতে?
এর অাগে ফেসবুকে নতুন ফিচার এবং কন্ট্রোল
সিস্টেম আনা হয়েছিল। হালনাগাদের
ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও
ভালো হবে এবং ব্যবহারকারীর তথ্য
সংরক্ষণের
ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে।
নতুন শর্তাবলীর 'প্রাইভেসি বেসিকস' পাতায়
কীভাবে ফেসবুক ব্যবহারকারী নিজের তথ্য
নিয়ন্ত্রণ
করতে পারে সে বিষয়ে বলা হয়েছে। নতুন
শর্তে ফেসবুক ব্যবহারকারীদের অবস্থান
চিহ্নিত করে স্থানীয় বিজ্ঞাপনগুলো ফেসবুক
ওয়ালে প্রদর্শন করা হবে।
এতে করে ফেসবুকে বিজ্ঞাপন দাতার
সংখ্যা বাড়বে।
নতুন শর্ত অনুসারে ফেসবুক ব্যবহারকারীর
অবস্থান চিহ্নিত করতে পারবে। নতুন
নীতিমালার 'লোকেশন
ডাটা পলিসি'তে বলা হয়েছে ওয়াইফাই,
জিপিএস এবং ব্লু টুথ ডাটা ব্যবহার করার সময়
ফেসবুক ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত
করতে পারবে।
নতুন শর্তাবলী অনুসারে ফেসবুক
ব্যবহারকারীর অবস্থান চিহ্নিত
করতে পারবে এবং লগইন অবস্থায় কেউ যেসব
সাইট ভিজিট করবে তার সব তথ্য ফেসবুকের
কাছে জমা থাকবে।
ফেসবুকে স্ট্যাটাস, ছবি, ভিডিও যা-ই শেয়ার
করা হোক না কেন তার
প্রাইভেসি আপনি ঠিক করে দিতে পারেন।
কারা আপনার শেয়ার
করা বিষয়গুলো দেখতে পারবে। কিন্তু
ফেসবুক জিপিএস ব্যবহার করে স্মার্টফোনের
মাধ্যমে আপনার অবস্থান সব সময়
জানতে পারবে এবং আপনার অবস্থান
অনুযায়ী বিজ্ঞাপন দেখাবে।
এটা বন্ধ করার কিন্তু কোনও উপায় নেই।
যদি আপনি নিজের অবস্থান প্রকাশ
করতে না চান তাহলে আপনাকে ফেসবুক
ব্যবহার বন্ধ করতে হবে। অথবা স্মার্টফোন
থেকে ফেসবুক অ্যাপস আনইন্সটল
করে ফেলতে হবে এবং শুধু ডেস্কটপ
বা ল্যাপটপ থেকে ফেসবুক ব্যবহার
করতে হবে।
যদিও ফেসবুক বলছে, মানুষের তথ্যের
নিরাপত্তা এবং গোপনীয়তার
নিশ্চয়তা দেওয়াই মূল কাজ। লগইন অবস্থায়
কেউ যেসব সাইট ভিজিট করবে তার সব তথ্য
ফেসবুকের কাছে জমা থাকবে।
ফেসবুকের বিজ্ঞাপনেও আসবে ব্যাপক
পরিবর্তন। ফেসবুক ভিডিও বিজ্ঞাপন চালু
করতে যাচ্ছে। ফেসবুকে লগইন করার
সঙ্গে সঙ্গেই নিউজ ফিডে ভিডিও
বিজ্ঞাপনগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
গরীবের আইডিতে আমন্তন রইল
http://Facebook.com/ibna.ibadat.9
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
হিন্দু না হলে মুসলমানদের ভারত ছাড়তে হবে
ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০১৪, ১০ পৌষ
১৪২১
প্রচ্ছদ » সারাবিশ্ব » বিস্তারিত
হিন্দু না হলে বাংলাদেশিদের ভারত ছাড়ার
হুমকি!
২০১৪ ডিসেম্বর ২৪ ১১:০২:৩৩
বাংলাদেশিদের অবশ্যই দেশ ত্যাগ
করতে হবে নতুবা হিন্দু ধর্মে ধর্মান্তরিত
হতে হবে বলে হুমকি দিয়েছে ভারতের
উগ্রহিন্দুত্ববাদী সংগঠন বজরং দল।
এটি বিশ্ব হিন্দু পরিষদের সশস্ত্র যুব
সংগঠন। মঙ্গলবার সংগঠনটির মেরুত শাখার
আহ্বায়ক বলরাজ দুঙ্গার এ হুমকি দেন।
বাংলাদেশিদের দেশ ছাড়ার আল্টিমেটাম
দিয়ে বলরাজ বলেন, “আমাদের প্রথম
কথা হলো বাংলাদেশিদের অবশ্যই ভারত
ছাড়তে হবে। তারা এ দেশের জনশক্তির
ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর
যদি দেশে থাকতেই হয় তবে তাদেরকে হিন্দু
হয়ে থাকতে হবে। আমাদের জীবন যাত্রার
সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে।”
দেশটির উত্তর প্রদেশে সম্প্রতি আয়োজিত
ধর্মান্তর অনুষ্ঠান সম্পর্কে তিনি বলেন,
আমরা শুধু এ সরকারের সময়ই নয়, কংগ্রেস
সরকারের আমলেও এ অনুষ্ঠানের
প্রচারণা চালিয়েছি।
এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া,
এটা চলবে।”
বলরাজ বলেন,
বাংলাদেশিরা স্বাধীনতা যুদ্ধের সময়
এখানে শরণার্থী হিসেবে এসেছিল কিন্তু ৪৩
বছর ধরে তারা এখানে বসবাস করছে। তাদের
এখন চলে যাবার সময় হয়েছে।”
তিনি বলেন, বাংলাদেশিরা ধর্মান্তর হলেই
বৈধ হয়ে যাবে না। এর
ফলে যেটা হতে পারে,
সেটা হলো তারা সংখ্যায় আমাদের
শক্তি বাড়াতে পারে।
বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক
সুদর্শন চক্র বলেন, “আমি বজ্রং নেতাদের
সঙ্গে পুরো একমত নই।”
তিনি বলেন, বাংলাদেশিদের কোনো ছাড়
দেয়া আমাদের সংগঠনের এজেন্ডা নয়।
সরকারের দেয়া তথ্যমতে দেশে প্রায় তিন
কোটি বাংলাদেশি রয়েছে। তাদের
সবাইকে অবশ্যই এ দেশ ছাড়তে হবে। তাদের
হিন্দুতে ধর্মান্তরিত করারতো কোনো প্রশ্নই
উঠে না। তাদের কারণেই বেকারত্ব ও
সন্ত্রাস বেড়ে যাচ্ছে।”
চক্র বলেন, তারা (বাংলাদেশিরা)
দেশবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এসব
অভিযোগ সত্ত্বেও বিগত সরকারেরা তাদের
সুবিধা দিয়েছে। তাদের রেশন কার্ড ও
ভোটার কার্ড দেয়া হয়েছে। কোনো কিছুই
তাদের ভারত থাকার বৈধতা দিতে পারে না।
তাদের চলে যেতে হবে।”
ভারতে কতজন
বাংলাদেশি রয়েছে তা নিয়ে কিছুটা মতানৈক্য
রয়েছে। ২০০১ সালে সেনসাসের এক
প্রতিবেদনে বলা হয়, ভারতে ৩০ লাখ
বাংলাদেশি রয়েছে। ২০১২ সালে রাজ্যের
স্বরাষ্ট্রমন্ত্রী মোল্লাপেল্লাই রামচন্দ্র
বলেন, গত এক দশকে ভারতে ১৪ লাখ
বাংলাদেশি প্রবেশ করেছে। ২০০৭ সালের
ভারত সরকারের তথ্য অনুযায়ী দেশটিতে দুই
কোটি বাংলাদেশি বসবাস করছে বলে উল্লেখ
করা হয়।–
সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া।
রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
STAR JALSHA কেও নাকি হ্যাক করেছে..
bd24live.com
থেকে সংগৃহীত
ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪, ৭ পৌষ ১৪২১
প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বিস্তারিত
অবশেষে ষ্টার জলসা হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা
(ভিডিও)
২০১৪ ডিসেম্বর ২১ ১২:১৮:০৬
দেশে প্রথমবারের মতো টেলিভিশন চ্যানেল হ্যাক
করলো দেশের শীর্ষ হ্যাকার সংগঠন বাংলাদেশ
গ্রে হ্যাট হ্যাকারস। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন
রোটেটিং রটোর এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য
জানিয়েছেন। হ্যাক হওয়ার সময় টেলিভিশন
স্ক্রিনে গ্রে হ্যাট হ্যাকারসের লোগো ও হ্যাক
সংক্রান্ত তথ্য দেখতে পাওয়া যায়। রোটেটিং রটোর
ফেসবুকে হ্যাকার ভিডিও প্রকাশ করেছেন।
তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন,
আমরা সফলভাবে স্টার জলসা চ্যানেল হ্যাক
করতে সক্ষম হয়েছি। চ্যানেলে প্রোগ্রাম চলাকালীন
সময় আমরা কিছু সময়ের জন্য চ্যানেলের নিয়ন্ত্রণ
নিয়ে নিতে সক্ষম হই। এ সময়ে আমরা আমাদের পূর্ব
ধারণকৃত ভিডিও প্রোগ্রামের মাঝে, দর্শকদের
উদ্দেশ্যে সম্প্রচার করি। নিরাপত্তার খাতিরে আমাদের
এই হ্যাকিং মিশন খুলনা শহরেই সীমাবদ্ধ ছিল। যার
ফলে শুধু খুলনাবাসীরাই প্রত্যক্ষ করেছেন।
রোটেটিং রটোর তাদের উদ্দেশ্য সম্পর্কে লিখেছেন,
বাংলাদেশীরা যেন বিদেশী সংস্কৃতির প্রতি এতোটাই
আসক্ত না হয় যে, নিজস্ব সংস্কৃতি এবং পারিবারিক ও
সামাজিক বন্ধন ভুলে গিয়ে, বিবাদ, কলহ ও বাক বিতণ্ডায়
জড়িয়ে পড়ে। এ পর্যন্ত জনপ্রিয় ভারতীয় সিরিয়ালের
(বোঝে না সে বোঝে না) পাখি ড্রেসের
কারণে ৩টি আত্মহত্যা এবং স্বামী-স্ত্রীর মধ্যে এই
সিরিয়াল দেখা নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। যা খুবই
দুঃখজনক এবং আমাদের সংস্কৃতির জন্য
তা আশংকাজনক। প্রতিবাদের ভাষা হিসেবে বাংলাদেশ
গ্রে হ্যাট হ্যাকারসের হ্যাকারসের ক্রু 'বোকা মানুষ'
এবং 'ভেঞ্চার' হ্যাকিং কার্যক্রমটি পরিচালনা করেন
এবং "টিএনটি" ভিডিও মেসেজটি তৈরি করেন।
তিনি আরও জানিয়েছেন, 'এর আগে পৃথিবীর শীর্ষ হ্যাকার
সংগঠন অ্যানোনিমাস টেলিভিশন চ্যানেল হ্যাক
করে নিজেদের বার্তা পৌঁছে দিয়েছিল। এখন আমরাও এই
সক্ষমতা অর্জন করে বিশ্বের ২য় হ্যাকিং টিম
যারা টিভি চ্যানেল হ্যাক করতে পেরেছে তাদের
অন্তর্ভুক্ত হলাম। মিশনে সফলতা অর্জনের জন্য
আমি রোটেটিং রটোর, সকল ক্রু, শুভানুধ্যায়ীদের
অভিনন্দন জানাই'।
শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
Callspy callrecoder.. এর চেয়ে ছোট হয়না
icon.png
কিভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোন কল রেকর্ড
করবেন ?
বিভিন্ন কারনে আপনার ফোন কল রেকর্ড করার
প্রয়োজন পরতে পারে। এ কাজের জন্য
আপনি প্লে স্টোরে অনেক অ্যাপসই পাবেন। আজ
আমরা “Callspy
অ্যাপসটি নিয়ে কথা বলবো। যেটি কোন ঝামেলা ছাড়াই শুধু install করলেই কাজ শেষ,,
আপনি অ্যাপসটি ফ্রীতেই পাবেন।
ডাউনলোড লিঙ্ক- https://play.google.com/store/apps/details?id=call.spy
এবার কাউকে কল করুন এবং কথা বলা শুরু হলেই রেকড শুরু হয়ে যাবে..
icon_2.png
গবীরের আইডিতে একটা খুচা মেরে যাই বেন,, ভাই